Stories


CONFUSED

                                         By Tathagata Mitra
সন্ধ্যে সাতটা।
নিজের পড়ার টেবিলটাতে বসে অস্থিরভাবে হাতে হাত ঘষছে রূপক। মাথার মধ্যে ঘুরছে একরাশ চিন্তা- পায়েলকে নিয়ে। পায়েল রূপকের গার্লফ্রেন্ড। অনেকদিন হয়ে গেল সম্পর্কটা এখনও বাড়িতে জানানো হল না। এবার জানানো দরকার। শেষ পর্যন্ত উঠেই পড়ল রূপক। না!! আজকে বাড়িতে জানাতেই হবে...
   - মা! একটা কথা ছিল তোমার সাথে...
   - আরে বল না...কি বলবি?? তাড়াতাড়ি বল!! দেখছিস এখন busy আছি...
   - Please মা...তুমি সবসময় busy…আমার সাথে একটু কথা বলার সময় তোমার কখন হবে বলোতো...
   - ফালতু না বকে কি বলবি তাড়াতাড়ি বল, আর যদি time-taking হয় তাহলে তোর বাবার কাছে যেতে পারিস...
   - আচ্ছা মা...আমার college friend পায়েলকে তো তুমি জানোই...
   - ও আচ্ছা... সেই মেয়েটা!! যে আগের দিন ‘কাকিমা’ বলে পায়ে হাত দিয়ে প্রণাম করতে এসেছিল ??? Ohh God!! Disgusting!!! এখনও সেই পুরোনো দিনে পড়ে আছে!! তো কি হয়েছে?? তার কথা কেন ??
   - না আসলে... মেয়েটা কি অতটাই খারাপ!!
   - দ্যাখ খারাপ- টারাপ বুঝি না...but ওদের মধ্যে কালচারটা এখনও সেভাবে develop করেনি... please বলিসনা যে তুই ওকে like করিস...
   - (কিছুক্ষণ চুপ করে থেকে) কিন্তু ব্যাপারটা আসলে সেরকমই...
   - So what!!! ভুলে যা ওকে!! আরে তার থেকে বরং রূপসা তোর জন্য well-fitted…
   - কিন্তু...
   - আরে কিন্তুর কি আছে ?? কোথায় ওই বিচ্ছিরি মেয়েটার culture আর কোথায় আমাদের culture… আমাদের family তে আসলে ও এতটুকু মানাতে পারবে ?
   - ও যে পারবে না সে ব্যাপারে তুমি এত sure কি করে হয়ে যাচ্ছ মা ??
   - Please রূপক... তুই তো জানিস ও এখনও হেমন্ত, মান্না দে-এর গান শোনে!! এসব কেউ শোনে এখন!! এখন কোথায় Linkin Park, Mickel Jackson, Britney Spears…
(কি বলবে ভেবে পায় না রূপক...)                         
   - Ohh God !!! অনেক দেরি হয়ে গেল!! পার্টিতে late হয়ে যাবে। সন...তুই খেয়ে শুয়ে পড়িস... আমার ফিরতে late হবে...চলি...Bye….
নিজের পড়ার টেবিলে বসে ভাবতে থাকে রুপক...আজকের যুগে সে বড়ই backdated…সমাজটাই বদলে যাচ্ছে...খুব তাড়াতাড়ি...তাকেও বদলাতে হবে...কিন্তু... কোথায় যেন একটা খটকা লাগছে... আদৌ কি সে ভুল...!!
   ভাবতে থাকে রূপক... সত্যিই আজ সে খুব confused…প্রচণ্ড confused !!!

No comments:

Post a Comment